চাকরির ধরনঃ সরকারি (বাংলাদেশ ব্যাংক)
পোষ্ট ঃ মেডিকেল অফিসার।
পোষ্ট সংখ্যা ঃ ৮ জন।
বেতনঃ জতিয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০/= থেকে ৫৩০৬০।
বয়স সিমাঃ ০৩/০৯/২০১৯ অনুর্ধ ৩২ বছর (মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য)।
শিক্ষাগত যোজ্ঞতাঃ সরকার অনুমদিত যেকোন বিশ্ব বিদ্যালয় হতে MBBS পাশ এবং বি এম ডি সি রেজিস্টার্ড হতে হবে।
পূর্ব-প্রয়োজনীয়: পাসপোর্টে আকারের ছবি এবং স্বাক্ষরের স্ক্যান বা ডিজিটাল মুদ্রণ।
আবেদনের শেষ তারিখ: ৩০/০৯/৩২০১৯
আবেদন করার লিঙ্কঃ Apply Online
বিস্তারির সারকুলার এর লিঙ্কঃ বাংলাদেশ ব্যাংক
আরও কিছু গুরুত্ব পুর্ন তথ্যঃ
⇰সনাতন পদ্ধতিতে প্রাকাশিত ফলাফলের ক্ষেত্রে যে কোন দুটিতে ১ম বিভাগ থাকতে হবে এবং কোন পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণ যোগ্য নয়।
এস এস সি ও এইচ এস সি এর জন্য
জিপিয়ে ৩+ প্রথম বিভাগ
জিপিয়ে ২ থেকে ২,৯৯ পর্যন্ত ২য় বিভাগ
জিপিয়ে ২ এর কম তৃতীয় বিভাগ
বিশ্ব বিদ্যলয় এর ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেল এ
৩+ প্রথম বিভাগ
২,২৫ থেকে ২,৯৯ পর্যন্ত ২য় বিভাগ
১,৬৫ থেকে ২,২৪ পর্যন্ত ৩য় বিভাগ।

Comments
Post a Comment