অনলাইনে আয় করা যায় এই রকম অনেক সাইট আছে যা হয়তবা আপনারা অনেকেই জানেন এবং এর মধ্যে oDesk/Upwork, Freelancer, Fiverr ইত্যাদি বহুল পরিচিত। এই সাইট গুলোতে আয় করতে হলে আপনাকে বিড করতে হবে বা গিগ দিতে হবে, তারপর কাজটি আপনি পাবেন কি বা পাবেন না তা সম্পূর্ণ বায়ার এর উপর নির্ভর করবে, এবং সাধারনত যা হয় যারা পূর্বে কাজ করেছে তারাই পায় নতুনরা সুযোগই পায় না। তাই আজ আপনাদের এমন একটি সাইট এর সাথে পরিচয় করিইয়ে দিব যেখানে থেকে আপনি মাঝে ছোট ছোট কাজ করে আয় করতে পারেন কোন প্রকার বিড ছাড়াই।
এই সাইটটির নাম মাইক্রওয়ারকারস ডট কম।
এই সাইটে কাজ এবং রেট ২টাই দেয়া থকে এবং কিভাবে কাজ করবেন সেটাও বলে দেয়া থাকে এবং বিড করতে হয় না বলে কাজটি শেষ হবার আগে যেকোন সময় আপনি করে সাবমিট করতে পারেন, সাবমিট করার পর বায়ার আপনার কাজটি হয়েছে কিনা ১-৭ দিন এর মধ্যে চেক করবে যদি কাজটি সঠিক হয় তাহলে তিনি পেমেন্ট করবেন এবং বায়ার চাইলে আপনাকে বোনাস প্রাদান করতে পারেন। কিন্তু যদি আপনার কাজটি ভুল হয় তাহলে তিনি পেমেন্ট করবেন না তবে তিনি কমেন্টে বলে দিবেন আপনি কি ভুল করেছেন? বা কেন উনি পেমেন্ট করবেন না? তবে বর্তমানে নতুন অপশন অনুযায়ী তিনি আপনাকে আবার সুযোগ দিতে পারেন কাজটি সঠিকভাবে করার জন্যে।
এখন আসি কত ডলার হলে আপনি তুলতে পারবেন? এবং কিসের মাদ্ধমে তুলতে পারবেন?
আপনার অ্যাকাউন্ট এ ৯,০০ +(৩%-৭,৫%) ফি হলেই উয়িথদ্র দিতে পারবেন।
বর্তমানে মাইক্রওয়ারকারস ডট কম তাদের ভেরিফাইড ইউজারদের ৪ টি পেমেন্ট মেথডে পেমেন্ট করে থাকে
- স্ক্রিল
- পেপাল
- পেওনার
- সরাসরি ব্যাংক ট্রান্সফার
কিছু গুরুত্ব পুর্ন বিষয় যা অবশ্যই মানতে হবে।
- এইটি আইপি হতে ১ টির বেশি এক্যউন্ট করা যাবেনা।
- কোন প্রকার মিথ্যা প্রুফ সাবমিট করা যাবে না।
- কাজ সাবমিট করার সময় প্রুফ বক্স এ নিজের কোন Contract Information সেয়ার করবেন না।
- অহেতুক কারো বিরুধ্যে কমপ্লেন করবেন না।
উপরোক্ত বিষয় গুলোর কোন একটি করলে করতিপক্ষ চাইলে বিনা নোটিস এ আপনাকে সাসপেন্ড করবে এবং কোনভাবেই অ্যাকাউন্ট টা রি ওপেন করতে পারবেন না।
আসুন যেনে নেই এখানে কি কি ধরনের কাজ পাবেন।
- অনলাইন সার্ভে
- মোবাইল অ্যাপ ডাউনলোড (ISO+Android)
- গুগল রিভিও
- ইউটিউব ভিডিও ভিও, লাইক, কমেন্ট
- ফেসবুক লাইক, কমেন্ট শেয়ার
- বিভিন্ন ধরনের সাইন আপ এর কাজ
- আর্টিকেল রাইটিং
- ট্রান্সলেট
- ব্লগ পোস্টিং
- সার্চ/ক্লিক
- লিডস সংগ্রহ
- সোশাল বুকমারকিং
- অনলাইন ভোট
- ইত্যাদি


Comments
Post a Comment